28 C
আবহাওয়া
১:১০ পূর্বাহ্ণ - আগস্ট ১০, ২০২৫
Bnanews24.com
Home » নির্বাচন নিয়ে দেশের মানুষের মনে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার

নির্বাচন নিয়ে দেশের মানুষের মনে সংশয় রয়েছে: ঊষাতন তালুকদার


বিএনএ, রাঙ্গামাটি : বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা, মানুষের মনে সেই প্রশ্ন জেগেছে বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। শনিবার (৯ আগষ্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পরাশক্তি আমেরিকা ও রাশিয়ার দৃষ্টি এখন পড়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর ও মিয়ানমারে। তাইতো আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।

ঊষাতন তালুকদার বলেন, প্রধান উপদেষ্টা সিইসিকে চিঠি লিখেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু চিঠি লিখলেও মানুষের মনে প্রশ্ন রয়ে গেছে আদৌ নির্বাচন হবে কিনা।

তিনি বলেন, আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করছে। তবে ভারতেরও তো খেয়াল ও ইচ্ছা রয়েছে। তারাও ভিতরে ভিতরে পরাশক্তি। তাদের উপর এখন আমাদের ভাগ্য নির্ভর করছে। পুরো বাংলাদেশ এখন খেলার পুতুল হিসেবে পরিণত হয়েছে, বলেন তিনি।

ঊষাতন তালুকদার আরও বলেন, পার্বত্য অঞ্চলের মানুষ আজো নিপীড়ন নির্যাতনের মধ্যে রয়েছে। তারুণ্যের জয়গানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ রচিত হলেও পাহাড়ের আদিবাসী জনগোষ্ঠী এখনো শোষণ বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হচ্ছে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান। আদিবাসী দিবসের আলোচনা সভার উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও লেখক গবেষক শিশির চাকমা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ