30 C
আবহাওয়া
১১:১৯ অপরাহ্ণ - আগস্ট ১০, ২০২৫
Bnanews24.com
Home » মানুষের আস্থা ফেরানোটাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ: সিইসি

মানুষের আস্থা ফেরানোটাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ: সিইসি


বিএনএ, রংপুর: নির্বাচনে মানুষের আস্থা ফেরানোটাই নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। শনিবার (৯ আগস্ট) রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন ।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার ও নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। বিশ্বের অনেক দেশের সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনায় বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো আছে। আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি সংশ্লিষ্ট সবক্ষেত্রে মানুষের আস্থা ফেরানোটাও বড় চ্যালেঞ্জ।
বিগত সময়ের নির্বাচনগুলো নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবারের নির্বাচন হবে বিশ্বমানের। মানুষকে কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনে আস্থা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

নাসির উদ্দিন বলেন, “সংবাদমাধ্যম আমাদের সহায়ক, চ্যালেঞ্জ নয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের একাধিক কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ