32 C
আবহাওয়া
৪:৩৭ অপরাহ্ণ - আগস্ট ৯, ২০২৫
Bnanews24.com
Home » আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প-পুতিন

আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প-পুতিন


বিএনএ, বিশ্বডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী ১৫ আগস্ট আলাস্কায় বৈঠক করবেন বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন তিনি।  তিনি বলেন, ‘রাশিয়ার সান্নিধ্যে থাকার জন্য আলাস্কা একটি যথাযথ স্থান।’

এই ঘোষণার কয়েক ঘণ্টা আগেই হোয়াইট হাউজে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার ইঙ্গিত দেন ট্রাম্প।

যুদ্ধ থামাতে তার মাসব্যাপী প্রচেষ্টায় কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, যেকোনো শান্তিচুক্তির মূল অংশ হবে কিছু ভূখণ্ড ফেরত দেওয়া এবং কিছু অদলবদল।

তিনি জানান, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু এলাকা ছাড় দিতে হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা রাশিয়ার সঙ্গে বৈঠকে যাচ্ছি। রাশিয়া থেকেই শুরু করবো।’

ট্রাম্প বলেন, ‘এটা খুবই জটিল। তবে আমরা কিছু ফিরে পাবো, কিছু পরিবর্তন হবে। কিছু এলাকা অদলবদল হবে—যা উভয় পক্ষের জন্যই উপকারী হবে। এই বিষয়ে হয় আজকেই, না হয় আগামীকাল বিস্তারিত আলোচনা হবে।’

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর শুরু হওয়া যুদ্ধে এখনো সমাধান আসেনি।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ