বিএনএ, বিশ্বডেস্ক : অ্যাপোলো ১৩ মিশনের দুঃসাহসিক নেতৃত্বদানকারী নাসার কিংবদন্তী মহাকাশচারী জিম লাভেল আর নেই। ৯৭ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার নাসা এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ।
বিবৃতিতে নাসা জানিয়েছে, শুক্রবার ৭ ইলিনয়ের লেক ফরেস্টে মারা যান লাভেল। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অ্যাপোলো ১৩ মিশনের আগে থেকেই লাভেল নাসার মহাকাশচারীদের মধ্যে সুপরিচিত ছিলেন। তিনি জেমিনি ৭, জেমিনি ১২ এবং অ্যাপোলো ৮ মিশনে মহাকাশে গিয়েছিলেন। এরপর তাকে অ্যাপোলো ১৩-এর কমান্ডার হিসেবে মনোনীত করা হয়। এই মিশনের মাধ্যমে চাঁদে তৃতীয়বারের মতো মানুষের সফল অবতরণের দ্বারপ্রান্তে ছিল নাসা।
কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবী থেকে প্রায় তিন লাখ ২২ হাজার পথ অতিক্রম করার সময় ক্রুদের সার্ভিস মডিউলে থাকা একটি অক্সিজেন ট্যাংক বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে ক্রুদের বিদ্যুৎ উৎস এবং অন্যান্য জীবনরক্ষাকারী সরঞ্জাম সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর অ্যাপোলো ১৩-এর ক্রুদের চাঁদের পৃষ্ঠে অবতরণের পরিকল্পনা বাতিল করতে হয়। তারা চাঁদের দূরবর্তী পাশ দিয়ে ঘুরে কয়েকটি ইঞ্জিন জ্বালিয়ে নিজেদের পৃথিবীর দিকে ফিরিয়ে আনতে সক্ষম হন।
ট্যাংক বিস্ফোরণের প্রায় তিন দিন পর তিন সদস্যের দলটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবতরণ করেন। এই ঘটনাটি অ্যাপোলো মিশনগুলোর মধ্যে ‘সফল ব্যর্থতা’ হিসেবে পরিচিত।
বিএনএ/ ওজি/শাম্মী