বিএনএ, রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানের হালদা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ব্যবসায়ী সাহেদ হোসেন বাবুর (৩৭) মরদেহ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ আগস্ট) ভোর ৪টার দিকে হালদা নদীর ছায়ারচর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ব্যবসায়ী সাহেদ হোসেন উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এস এম ইউসুফের ছেলে।
জানা যায়, ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ভেসে যাওয়া খামারের গরু উদ্ধার করতে প্রজেক্টে গিয়েছিলেন সাহেদ। গরুগুলো উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শাহেদ আরও চারজন সঙ্গীসহ সন্ধ্যায় নৌকাযোগে ফেরার পথে প্রবল স্রোতে উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। এসময় তিনজন সাঁতরিয়ে কূলে উঠতে পারলেও সাঁতার না জানা সাহেদ নদীতে ডুবে যায়।
খবর পেয়ে তার সন্ধানে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ব্যাপক তল্লাশি শুরু করেন। পরে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর বুধবার ভোর রাতে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয় রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা।
বিএনএনিউজ/শফিউল আলম,বিএম