19 C
আবহাওয়া
২:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ

চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ


বিএনএ, চট্টগ্রাম : সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় উদযাপিত হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল আজহা। জেলার চন্দনাইশ এলাহাবাদ জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাসহ শতাধিক গ্রামের মানুষ আজ শনিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

সকাল ৮টায় ঈদের প্রধান নামাজের জামাত হয় মমতাজিয়া দরবার শরিফ প্রাঙ্গণে । এতে ইমামতি করেন দরবারের পির মাওলানা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আলী শাহ।’

মমতাজিয়া দরবারের শাহজাদা মাওলানা মতি মিয়া মনছুর বলেন, পৃথিবীর কোথাও জিলহজ মাসের চাঁদ দেখে গেলেই আমরা দিন গণনা শুরু করি। সেই হিসেবে আজ ১০ জিলহজ। অর্থাৎ হজের পরের দিন। তাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা হজের পরের দিন কুরবানির ঈদ পালন করি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ