29 C
আবহাওয়া
৮:০৬ পূর্বাহ্ণ - জুলাই ২২, ২০২৫
Bnanews24.com
Home » কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু

কানাডায় নৌকাডুবিতে বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর মৃত্যু


বিএনএ, ঢাকা : কানাডার অন্টারিওর একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু এবং বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট ও টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিবের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৮ জুন) অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ঘুরতে গিয়ে প্রাণ হারান তারা।

পারিবারিক সূত্র তাদের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে।

পরিবার সূত্রে জানা গেছে, কোয়ার্তা লেকে পারিবারিক এক ভ্রমণের সময় আব্দুল্লাহিল রাকিব ও গুড্ডু বোট নিয়ে লেকে ঘুরতে বের হন। এসময় তাদের বোটটি উল্টে যায়।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে।

এদিকে, ক্যাপ্টেন মো. সাইফুজ্জামানের অকাল মৃত্যুতে শোক জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেড। তার পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলানাইন্স লিমিটেডের টরন্টো অফিস কানাডায় বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে নিবিড় যোগাযোগ করছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ