25 C
আবহাওয়া
৫:৫৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান


বিএনএ, স্পোর্টস ডেস্ক : হারারেতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বৃহস্পতিবার জিম্বাবুয়েকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে জিতল দলটি। হোয়াইটওয়াশের লজ্জা পেল জিম্বাবুয়ে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৩৪ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৭৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

স্বাগতিক দলের ব্যাটাররা আফগান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি। ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংসটি খেলেন সিকান্দার রাজা। এছাড়া রায়ার্ন বার্ল ২১, ইনোসেন্ট কায়া ১৬, রেগিস চাকাভা ১৫ ও মিল্টন সুম্বা করেন ১১ রান। আর বাকি সবাই দশের নিচেই আউট হন।

লো-স্কোরিং ম্যাচে রান তাড়া করতে নামা আফগানদের জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে। লক্ষ্যে পৌঁছাতে হারাতে হয়েছে ছয়টি উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন দলনেতা হাশমতউল্লাহ শহিদী। এছাড়া ৩৪ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ নবি।

৩১ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন রশিদ খান। আর তিন ম্যাচে ১৯৭ রান করে সিরিজ সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রহমত শাহ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ