16 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদ

বিএনএ, ঢাকা: চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নোমান আল মাহমুদ শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৯ মে) বিকেলে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন সংসদ সদস্য।

স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়াসিকা আয়শা খান, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, রাজী মোহাম্মদ ফখরুল ও উম্মে ফাতেমা নাজমা বেগম এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হন নোমান আল মাহমুদ। গত ৫ ফেব্রুয়ারি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এর আগে ২০২০ সালে মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। সেবার উপনির্বাচনে মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ