30 C
আবহাওয়া
৯:৪০ অপরাহ্ণ - এপ্রিল ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু মঙ্গলবার

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু মঙ্গলবার

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আজ মঙ্গলবার(৯ মে২০২৩) ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় খেলাটি শুরু হবে।

চলতি ২০২৩ সালের শুরুতে বাংলাদেশ সফরে এসে ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল আয়ারল্যান্ড দল। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে তারা। একমাত্র টেস্টেও জয়ের দেখা পায় নি। সফরে সাত ম্যাচে খেলে মাত্র একটি টি-টোয়েন্টিতে জয় পেয়েছিল আয়ারল্যান্ড ।

সেই হারের প্রতিশোধ চেমসফোর্ডে ওয়ানডে সিরিজে নিতে চাইবে আইরিশরা। শুধু তাই নয় অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সরাসরি খেলতে হলে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে হবে আয়ারল্যান্ড কে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

আয়ারল্যান্ডের সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, লোরকান টাকার (উইকেটরক্ষক), গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, অ্যান্ডি ম্যাকব্রাইন/গ্রাহাম হিউম, জোশুয়া লিটল ও মার্ক অ্যাডায়ার।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ ভারতের উত্তরাখণ্ডে ১৭০ মাদ্রাসা বন্ধে আলেম সমাজের নিন্দা বির্জাখাল খনন নিয়ে মেয়রের সঙ্গে নগর জামায়াতের আমির বৈঠক