24 C
আবহাওয়া
৫:২৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৫
Bnanews24.com
Home » কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা

কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা

কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ড. বিভূতি-ভূষণ উচ্চ বিদ্যালয় নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয়ের মিলনায়তনে নবগঠিত কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্কাউট নেতা মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব বাপন কুমার ভঞ্জের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি চিত্রা বড়ুয়া, অভিভাবক সদস্য মিল্টন বড়ুয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা।

এসময় নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণকালে সভাপতিসহ কমিটির সকলকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।

সভাপতির বক্তব্যে মো. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে আরও আন্তরিক ও দায়িত্ববান হতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে’।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ