বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া ড. বিভূতি-ভূষণ উচ্চ বিদ্যালয় নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় বিদ্যালয়ের মিলনায়তনে নবগঠিত কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ ও স্কাউট নেতা মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে এ সভা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব বাপন কুমার ভঞ্জের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি চিত্রা বড়ুয়া, অভিভাবক সদস্য মিল্টন বড়ুয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা।
এসময় নবগঠিত কমিটির দায়িত্বভার গ্রহণকালে সভাপতিসহ কমিটির সকলকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন।
সভাপতির বক্তব্যে মো. কামাল উদ্দিন বলেন, ‘শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। অত্র বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষককে আরও আন্তরিক ও দায়িত্ববান হতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে গেলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে’।
বিএনএনিউজ/ বাবর মুনাফ