31 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন স্থগিত

বিএনএ: মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের ২০২২-২৩ মেয়াদের নির্বাচন স্থগিত করেছে এই নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা। আগামী ১৩ মে সারা দেশে এ নির্বাচনের ভোটগ্রহণের কথা ছিল।

রোববার (৯ এপ্রিল) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩-এর রিটার্নিং কর্মকর্তা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রঞ্জিত কুমার দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্বাচন স্থগিতের তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার অনুষ্ঠিত নির্বাচন কমিশনের অষ্টম সভার সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে ভোটগ্রহণের জন্য দুই মাস সময় রেখে গত ১৪ মার্চ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের আহ্বায়ক মো. মাহবুব হোসেন এই তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার এক মাসেরও আগে নির্বাচনটি হয়ে গেল।

মুক্তিযোদ্ধা সংসদের সর্বশেষ নির্বাচন হয় ২০১৪ সালে। সেবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন হেলাল মোর্শেদ খান বীরবিক্রম। সেই কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। এরপর উচ্চ আদালতের নির্দেশে ওই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমান্ডে সরকার প্রশাসক নিয়োগ করে।

এদিকে দীর্ঘ দিন হলো নির্বাচিত নেতৃত্ব না থাকায় নানা সমস্যার কথা জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। তারা দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানাচ্ছিলেন। পরে ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে দেয়। এর ধারাবাহিকতায় গত ১৪ মার্চ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছিল। কিন্তু সে নির্বাচন আলোর মুখ দেখল না।

বিএনএ নিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ