22 C
আবহাওয়া
৮:৩৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ১০ হাজার টাকার দ্বন্দ্বে একজনের মৃত্যু

১০ হাজার টাকার দ্বন্দ্বে একজনের মৃত্যু

লালবাগে হাতুড়ির আঘাতে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির দালালির ১০ হাজার টাকার দ্বন্দ্বে কফিল উদ্দিন (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) রাত ৮ টায় দিকে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামে এ ঘটনা ঘটে। কফিল উদ্দিন ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি চণ্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে বাচ্চু মিয়া শান্তিনগর বাজার এলাকায় কিছু জমি বিক্রি করেন একই এলাকার আব্দুর রহিমের কাছে। ওই জমি বেচাকেনায় সহায়তা করেন স্থানীয় আব্দুল আওয়াল। সহায়তার জন্য আওয়ালকে ১০ হাজার টাকা দেয়ার কথা ছিল বাচ্চু মিয়ার। টাকা দিতে কালক্ষেপন করায় ঘটনার দিন দুপুরের দিকে বাচ্চু মিয়াকে মারধর করেন আব্দুল আওয়াল। এই ঘটনা মীমাংসা করার জন্য রাত ৮ টায় বাচ্চু মিয়ার বড় ভাই কফিল উদ্দিন আব্দুল আওয়ালকে শান্তিনগর বাজারে ডাকেন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে কফিল উদ্দিনকে জাপটে ধরে কিল-ঘুষি মারেন আব্দুল আউয়াল। এতে কফিল উদ্দিন গুরুতর আহত হয়। এমতাবস্থায় কফিল উদ্দিনকে অটোরিকশায় তোলার সময় মারা যান।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বিএনএ/হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ