20 C
আবহাওয়া
১০:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » বগুড়ায় ট্রাক চাপায় আইনজীবীর মৃত্যু

বগুড়ায় ট্রাক চাপায় আইনজীবীর মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ, বগুড়া : বগুড়ায় ট্রা‌কের ধাক্কায় মাহবুবর রহমান ফারুক (৬৫) না‌মের একজন আইনজী‌‌বি নিহত হ‌‌য়ে‌‌ছেন। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে বগুড়া- সান্তাহার সড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাহবুবর রহমান ফারুক দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যাপড়া গ্রামের মৃত আইস প্রামানিকের ছেলে।

জানা গেছে, অ্যাডভোকেট মাহবুবর রহমান ফারুক মটর সাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু উপজেলার বিবিরপুকুর নামকস্থানে সড়কে স্প্রিডব্রেকারে গতি কমিয়ে দেন। এসময় পিছন থেকে বালুবাহী একটি ট্রাক (সিলেট ড-১১-২১৬৭) মটরসাইকেলসহ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আমবার হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ট্রাকটি আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

‌‌‌বিএনএ‌নিউজ/ এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ