34 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » স্ত্রীর মাথা ন্যাড়া করায় স্বামী কারাগারে

স্ত্রীর মাথা ন্যাড়া করায় স্বামী কারাগারে


বিএনএ,লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্ত্রীর মাথা ন্যাড়া করায় স্বামী মমিনুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পলাশী ইউনিয়নের  নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মমিনুর রহমান ওই এলাকার মোক্তার আলীর ছেলে।

জানা গেছে, প্রায় আড়াই বছর আগে কালীগঞ্জ উপজেলার ভুল্লারহাট এলাকার নুরুজ্জামানের মেয়ে নুরীফার (২০) সঙ্গে বিয়ে হয় মমিনুর রহমানের। বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রতিবেশী নারীদের সঙ্গে চলাফেরা ও কথা বলা বন্ধ করেন স্বামী মমিনুর। প্রায় গৃহবন্দি ছিলেন ওই গৃহবধূ। এ নিয়ে কারণে-অকারণে প্রায় সময় তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর। মাথা ন্যাড়া করলে স্ত্রী ঘরের বাইরে যাবে না এই ধারণা থেকে গত ৩১ মার্চ ভোরে জোর করে ব্লেড দিয়ে স্ত্রীর মাথা ন্যাড়া করেন মমিনুর রহমান। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে আবারও স্ত্রীকে মারপিট করলে মাথা ন্যাড়া করার বিষয়টি গ্রামবাসীর নজরে আসে। পরে বিষয়টি গৃহবধূর বাবার বাড়িতে জানাজানি হলে তারা হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা দাবি করেন। পরে আদিতমারী থানা পুলিশ ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে আদিতমারী হাসপাতালে ভর্তি করে। এ সময় স্বামী মমিনুর রহমানকে আটক করে।

 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নির্যাতিতার বাবার দায়ের করা অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্ত স্বামী মমিনুরকে গ্রেফতার করা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ