বিএনএ, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিহত পলাশ চুনারুঘাট উপজেলার লালচান বাগ এলাকার খালেক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে পলাশ মিয়া তার বাড়িতে বৈদ্যুতিক মটর দিয়ে পানি দেয়ার সময় অবসাবধানতায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী