28 C
আবহাওয়া
২:৩৫ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিমান থেকে ফেলা মার্কিন ত্রাণের আঘাতে গাজায় ৫ জনের মৃত্যু

বিমান থেকে ফেলা মার্কিন ত্রাণের আঘাতে গাজায় ৫ জনের মৃত্যু

বিমান থেকে ফেলা মার্কিন ত্রাণের আঘাতে গাজায় ৫ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক: গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের আঘাতে ৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার(৮ মার্চ) আল শাতি শরণার্থী ক্যাম্পে এসব ত্রাণ ফেলা হয়।অনাহারে থাকা ফিলিস্তিনিদের সহায়তা দিতে  গত কয়েকদিন ধরে বিমান থেকে ত্রাণ ফেলছে যুক্তরাষ্ট্র ও কয়েকটি দেশ।

আল-শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোহাম্মদ আল-শেখ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তবে কোন দেশের বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি কেউ।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ক্রমাগত হামলায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ফিলিস্তিনিরা।প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশনার পর গত শনিবার যুক্তরাষ্ট্র বিমান থেকে প্রথমবারের মতো খাবারের ৩৮ হাজার প্যাকেট ত্রাণ গাজায় ফেলে।

এদিকে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা পাঠানোর জন্য গাজা উপকূলে অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দেয়ার একদিনেরও কম সময়ের মধ্যে ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, ১৫ মার্চ থেকে এই অস্থায়ী বন্দরের মাধ্যমে গাজায় ত্রাণ পাঠানোর কাজ শুরু হবে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ