31.3 C
আবহাওয়া
২:০০ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনের উদ্ধারকাজ শুরু

গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনের উদ্ধারকাজ শুরু

গুলিস্তানে বিস্ফোরণ,আরও ২ মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণ হওয়া ভবনটিতে তৃতীয় দিনের উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৮টার পর উদ্ধারকাজ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক। তিনি বলেন, সকাল ৮টায় আমরা কাজ শুরু করেছি। ওই সময় ভবনের নীচে প্রচুর পানি থাকায় সেগুলো সেচে তারপর ৯টার দিকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০ জন। মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভূইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট (১৮) ও সিয়াম (১৮)। এ ছাড়া বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় ওই ভবনের দেয়াল ও জানালার গ্লাস রাস্তায় ভেঙে পড়ে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ