26 C
আবহাওয়া
৮:৪৯ পূর্বাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৫
Bnanews24.com
Home » গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনের উদ্ধারকাজ শুরু

গুলিস্তানে বিস্ফোরণ: তৃতীয় দিনের উদ্ধারকাজ শুরু

গুলিস্তানে বিস্ফোরণ,আরও ২ মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণ হওয়া ভবনটিতে তৃতীয় দিনের উদ্ধার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ৮টার পর উদ্ধারকাজ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের ভাইস প্রিন্সিপাল আনোয়ারুল হক। তিনি বলেন, সকাল ৮টায় আমরা কাজ শুরু করেছি। ওই সময় ভবনের নীচে প্রচুর পানি থাকায় সেগুলো সেচে তারপর ৯টার দিকে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২০ জন। মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫), মুনসুর হোসেন (৪০), মো. ইসমাইল (৪২), আল আমিন (২৩), রাহাত (১৮), মমিনুল ইসলাম (৩৮), নদী বেগম (৩৬), মাঈন উদ্দিন (৫০), নাজমুল হোসেন (২৫), ওবায়দুল হাসান বাবুল (৫৫), আবু জাফর সিদ্দিক (৩৪), আকুতি বেগম (৭০), মো. ইদ্রিস (৬০), নুরুল ইসলাম ভূইয়া (৫৫), হৃদয় (২০), সম্রাট (১৮) ও সিয়াম (১৮)। এ ছাড়া বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলিস্তানের এক পাঁচ তলা ভবনে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় ওই ভবনের দেয়াল ও জানালার গ্লাস রাস্তায় ভেঙে পড়ে। বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ঢাকা ও ইসলামাবাদ পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বৃহস্পতিবার ময়মনসিংহে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি নাগরিক, স্বজনদের জিম্মায় আনুষ্ঠানিক হস্তান্তর বোয়িং থেকে উড়োজাহাজ কেনা বন্ধের নির্দেশ চীনের আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত কর্ণফুলীর আ.লীগ নেতা মো.আলীকে হত্যা মামলায় ঘোড়া মালেককে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার ডিপ্লোমা কোটা বাতিলের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ পটিয়ায় নিখোঁজের দুইদিন পর কৃষকের মরদেহ উদ্ধার সোনারগাঁয়ে চলছে ঐতিহ্যবাহী বউ মেলা চট্টগ্রামে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, মোটরসাইকেল জব্দ