22 C
আবহাওয়া
৫:২২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল

হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল

হাজী সেলিমের ১০ বছরের কারাদণ্ড বহাল

বিএনএ, ঢাকা : দুর্নীতি মামলায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের নিম্ন আদালতে ১০ বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। ২৬ কোটি ৯২ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে এ সাজা দেওয়া হয়। একইসঙ্গে ১০ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তাকে আগামী ৩০ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অন্যথায় এ মামলায় জামিন বাতিল করে তাকে গ্রেপ্তার করা হবে বলেও আদেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টে হাজী সেলিমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের দায়ে করা মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।

সকাল সাড়ে ১০টায় রায় পড়া শুরু করেন আদালত। এরপর বিকেল ৪টার দিকে রায় ঘোষণা করে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।এর আগে, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১০ বছরের এবং তথ্য গোপনের দায়ে ৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ লাখ টাকা অর্থদণ্ড দেয় আদালত।
এরপর, ২০০৯ সালের অক্টোবরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে হাইকোর্ট হাজী সেলিমের সাজা বাতিল করলে দুর্নীতি দমন কমিশন ওই রায়ের বিরুদ্ধে ফের হাইকোর্টে আপিল করে। আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।

দুর্নীতির এ মামলায় হাজী সেলিম বর্তমানে জামিনে রয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ