21 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশের বিপক্ষে খেলছেন না উইলিয়ামসন

বাংলাদেশের বিপক্ষে খেলছেন না উইলিয়ামসন

কেন

স্পোর্টস ডেস্ক: কনুইয়ের ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউইদের মেডিকেল ম্যানেজার ডেইল শাক্কেল মঙ্গলবার জানিয়েছেন, উইলিয়ামসনের বা কনুইয়ে আগে থেকে হালকা ইনজুরি ছিল। যা কয়েক মাস ধরে তাকে ভুগিয়েছে।‘সে ইনজুরি কাটিয়ে ওঠার চেষ্টা করেও পারেনি। যার কারণে বাধ্য হয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজে খেলা হচ্ছে না।’

চলতি মাসের ২০ তারিখ থেকে সিরিজটি শুরু হওয়ার কথা থাকলেও নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘ভারতের বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে আমরা তাকে সুস্থ দেখতে চাই। ওই সময় যেন ভালো খেলতে পারে সে বিষয়ে নিশ্চয়তা তৈরি করতে চাই।’

বাংলাদেশের বিপক্ষে তার ‘নৈপুণ্য এবং নেতৃত্বকে’ মিস করবেন জানিয়ে তিনি বলেন, ‘তাকে আমরা মিস করলেও বদলি হিসেবে যে খেলবে তার জন্য এটি একটি সুযোগ।’বৃহস্পতিবার দল ঘোষণা করার কথা কিউইদের। ২০ তারিখের পর ২৩ ও ২৬ মার্চ হবে বাকি দুই ম্যাচ। ২৮ মার্চ প্রথম টি-টোয়েন্টি, ৩০ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি ও ১ এপ্রিল শেষ ম্যাচ খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ