21 C
আবহাওয়া
৮:২১ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » বিএনপির বিপরীতে চট্টগ্রামে জামায়াতের প্রার্থী কারা?

বিএনপির বিপরীতে চট্টগ্রামে জামায়াতের প্রার্থী কারা?


বিএনএ,ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখনো রোডম্যাপ ঘোষণা হয়নি। নির্বাচন কখন হবে, আদৌ হবে কীনা এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংশয় – সন্দেহ রয়েছে। এই সংশয় সন্দেহ সামনে রেখে সিলেট বিভাগে ১৯ টি আসনে জামায়াত ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। একইদিন চট্টগ্রাম জেলার ১৬টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে ধর্মভিত্তিক এই দলটি। এদের মধ্যে অন্তত ১০টি আসনে জয়ের জন্য আটঘাট বেঁধে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা। জামায়াত ইসলামী বিএনপিকে প্রধান প্রতিদন্ধি হিসাবে মাথায় রেখে নির্বাচনী ‘ছক’ তৈরি করছেন। বিএনপির  চাঁদাবাজি, দখল ও সম্ভাব্য প্রার্থীর বিভিন্ন তথ্য তুলে ধরতে ডাটা বেস তৈরি করছেন। যা নির্বাচনের আগে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি’র নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম জেলায় ১৬ জন প্রার্থীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগাম প্রচারাভিযানে নামার সবুজ সংকেত দিয়েছে জামায়াত ইসলামী। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ ( সীতাকুণ্ড) আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম ৭ (রাঙ্গুনিয়া) অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি- বাকলিয়া) ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী- হালিশহর) অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) শফিউল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) ডা.শাহাদাৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলাম।

জামায়াত ইসলামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ জন প্রার্থী চুড়ান্ত ও তাদের নির্বাচনী প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিলেও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা দিচ্ছে না। এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

বিএনএ/ শামীমা চৌধুরী শাম্মী, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ