বিএনএ, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শিক্ষায় উদ্বুদ্ধকরণে ক্ষুদে ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার ডুমুরিয়া রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুদুরা সারদা চরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অর্ধশত শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে আমরা ডুমুরিয়া রূদুরার সন্তান নামের একটি সংগঠন।
স্থানীয় সমাজকর্মী মহিউদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সরোজ আহমেদ, গ্রেটার ম্যানচেষ্টার সিটি চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, ইঞ্জিনিয়ার হাবিবউল্লাহ , রবিন বড়ুয়া, ও ডুমুরিয়া- রূদুরা গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় গ্রেটার ম্যানচেষ্টার সিটি চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল ইবু বলেন, আমরা আমাদের গ্রামকে শতভাগ শিক্ষিত করতে চাই। গ্রামের মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে সর্বোচ্চ শিখরে নিতে চাই। সে জন্য আমরা এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। সামনে আমাদের গ্রাম নিয়ে আমাদের আরো বেশি পরিকল্পনা রয়েছে। যাতে শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশটা পায় সে জন্য গ্রামের এবং সচেতন সকলের সহযোগিতা কামনা করছি।
বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি/ হাসনা