26 C
আবহাওয়া
৭:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


বিএনএ, যশোর : যশোরের মণিরামপুর উপজেলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মিনহাজুল আবেদীনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সালামতপুর গ্রামে বাড়ির নিজ কক্ষে মিনহাজুলের মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

মিনহাজুল ঘরের ফ্যানের সাথে মাফলার জড়িয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজনদের।মিনহাজুল আবেদীন উপজেলার সালামতপুর গ্রামের স্কুল শিক্ষক ফারুক হোসেনের ছেলে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ছাত্র ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস বিষয়ক সংগঠন ‘রোবো আড্ডা’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৫-১৬ দিন আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে মণিরামপুরের গ্রামের বাড়িতে আসেন। মিনহাজুল আবেদীন তিন ভাইয়ের মধ্যে সবার বড়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ