বিএনএ, বিশ্বডেস্ক: ক্রমেই চওড়া হচ্ছে আর্থিক মন্দার জের। একের পর এক বড় সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে শুরু করেছে। সেই তালিকায় এবার যুক্ত হল এন্টারটেইনমেন্ট জায়ান্ট ওয়াল্ট ডিজনি লিমিটেডও। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী ৭ হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছেন সংস্থার ডিরেক্টর বব ইগার।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সংস্থাটির জারি করা এক বিবৃতিতে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে।
কোম্পানির ডিরেক্টর বব ইগার বলেন, ‘আমি এই সিদ্ধান্তকে হালকাভাবে নিচ্ছি না। বিশ্বজুড়ে আমাদের কর্মীদের প্রতিভাকে আমি অত্যন্ত সম্মান ও প্রশংসা করি’। প্রথমবারের মতো একবারে ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে সংস্থা।
২০২১-২০২২বার্ষিক প্রতিবেদন অনুসারে, উল্লিখিত বছরে ২ অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী ১ লাখ ৯০ হাজার লোককে নিযুক্ত করেছে সংস্থা, যাদের মধ্যে ৮০ শতাংশই ছিল পূর্ণকালীন সময়ের।
স্ট্রিমিং পরিষেবা সংস্থা জানিয়েছে, গত ত্রৈমাসিকে প্রথমবারের মতো সংস্থা গ্রাহক সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। যার প্রভাব পড়ে সংস্থায়।
ইগার প্রায় দুই দশক ধরে কোম্পানির পরিচালনার দায়িত্ব পালন করছেন ২০২০ সালে সিইও পদ থেকে পদত্যাগ করেন, পরিচালনা পর্ষদ বব চ্যাপেককে সরিয়ে সম্প্রতি তাকে আবার ফিরিয়ে আনে। খরচের লাগাম টানতে সিইও হিসেবে ইগারের নতুন মেয়াদ বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন। কোম্পানিটি এখন প্ল্যান বি-তে কাজ করছে।
সংস্থাটি জানিয়েছে, এটিতে আবার পুনর্গঠনের প্রক্রিয়া যুক্ত করা হয়েছে । যাতে খরচ ও আয় আগের পর্যায়ে নিয়ে যাওয়া যায়।
এদিকে, পুনর্গঠনের এ ঘোষণার পর বর্ধিত বাণিজ্যে ডিজনির শেয়ারের দাম পাঁচ শতাংশ বেড়েছে। এর আগে স্ট্রিমিং ব্যবসায় অতিরিক্ত ব্যয়ের তীব্র সমালোচনা করেন বিলিয়নেয়ার অ্যাক্টিভিস্ট ও বিনিয়োগকারী নেলসন পেল্টজ। ধারণা করা হচ্ছে নতুন পরিবর্তনগুলো তার সমালোচিত সমস্যার সমাধান দেবে। এর প্রতিক্রিয়ায় পেল্টজের ট্রায়ান গ্রুপ বলে, আমরা আনন্দিত যে, ডিজনি আমার কথা শুনেছে।
বিএনএ/এমএফ