26 C
আবহাওয়া
৩:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মিরসরাইয়ে ট্রাকের চাকায় যুবকের মাথা বিচ্ছিন্ন

বিএনএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের কাছে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পলাশের বাসা যাত্রাবাড়ী কাজলা স্কুল গলিতে। তারা যাত্রাবাড়ী ছামাদনগর এলাকায় সাগরিকা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মিস্ত্রি।

পলাশের সহকর্মী মো. রিপন জানান, রাতে কাজ শেষ করে পলাশসহ চার সহকর্মী বাসায় ফিরছিলেন। কাজলা ব্রিজের ওপড়ে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে আসা টাটা কোম্পানির একটি চলন্ত গাড়ির সঙ্গে ধাক্কাইয় গুরুতর আহত হন পলাশ। পরে তাকে মুমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত পলাশকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত গাড়িটি আটক করা হয়েছে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ