বিএনএ,ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ঘটনায় সমবেদনা জানিয়ে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী) এ শোক পালন করা হচ্ছে । বুধবার(৮ ফেব্রুয়ারী)এ সংক্রান্ত একটি গেজেট জারি করেছে সরকার।
গেজেট অনুযায়ী, সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া ভূমিকম্পে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
উল্লেখ্য, স্থানীয় সময় গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। ৪১ সেকেন্ডের এ ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে শুধু তুরস্কেই মারা গেছেন ১২ হাজার ৩৯১ জন আর সিরিয়ায় নিহতের সংখ্যা দুই হাজার ৯৯২ জন।
বিএনএ/ ওজি