17 C
আবহাওয়া
৯:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৪, ২০২৫
Bnanews24.com
Home » চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত এই পদে কেউ বসতে পারবেন না। সেদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এবিষয়ে শুনানি হবে।

চিত্রনায়িকা নিপুনের আবেদনের বিষয়ে শুনানিতে বুধবার (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত এ আদেশ দেন।

নিপুনের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান জানান, ৭ ফেব্রুয়ারি জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বহাল রেখে আদেশ দেন হাইকোর্ট। সেখানে নিপুনের সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জায়েদ খান। তবে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের দাবি জানান নিপুন। ৫ ফেব্রুয়ারি শিল্পী সমিতির নির্বাচনী আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে দেয়। পাশাপাশি নিপুনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ