18 C
আবহাওয়া
১২:৫৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » অজ্ঞান পার্টির হালুয়া খেয়ে হারালেন সব!

অজ্ঞান পার্টির হালুয়া খেয়ে হারালেন সব!

অজ্ঞানপার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীর গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকায় গ্যালাক্সি পরিবহনে অজ্ঞান পার্টির হালুয়া খেয়ে বাবা ছেলে অচেতন হয়ে পড়েন।  এ সময় তাদের কাছে থাকা এক লাখ টাকা নিয়ে গেছে প্রতারক চক্র।

তারা হলেন, বাবা বিল্লাল হোসেন (৫৫) ও ছেলে রাসেল হোসেন (২২)৷

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের জরুরি বিভাগে এ নিয়ে আসা হয়।

অজ্ঞানপার্টির খপ্পরে পড়া  রাসেল হোসেন জানান, আমি বিদেশ যাওয়ার উদ্দেশে কাগজপত্র জমা দিতে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসি। এরপর গ্যালাক্সি পরিবহনে ফকিরাপুল যাওয়ার জন্য বাসে উঠি। বাসে আমাদের হালুয়া খাইয়ে অজ্ঞান করে সঙ্গে থাকা এক লাখ টাকা, পাসপোর্ট এবং কাগজপত্র নিয়ে গেছে প্রতারক চক্র। আমাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার বিশ্বাস  বলেন, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে আসি।  চিকিৎসক তাদের পাকস্থলী ওয়াশ করে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেন। রাসেল হোসেন অনেকটা সুস্থ। কিন্তু তার বাবা বিল্লাল হোসেনের এখনও জ্ঞান ফেরেনি। আমরা তার আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করছি তাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ