রাজধানী ঢাকার পর দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর চট্টগ্রাম। বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়ক মোড়গুলোতে কোন ফুটওভার ব্রিজ না থাকায় এক দিকে যেমন স্বাভাবিক যান চলাচল বিঘ্নিত হয়ে যাজটের সৃষ্ঠি হচ্ছে তেমনি অন্যদিকে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রতিবন্ধী, নারী শিশু ও বৃদ্ধদের রাস্তা পার হতে বেগ পেতে হয় অনেক।
গুরুত্বপূর্ণ সড়ক মোড় যে সব স্থানে ফুটওভার ব্রিজ স্থাপন জরুরি তা হলো: নিউমার্কেট মোড়, কোতোয়ালি থানা মোড়, আন্দরকিল্লা মোড়, চকবাজার চক সুপার মার্কেটের মোড়, গুলজার সিনেমা মোড়, অলি খা মসজিদ মোড়, বহদ্দারহাট মোড়ের দুটি স্থানে, বাজার ও ট্রাফিক বক্স এবং শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আরাকান সড়ক মোড়, দু নম্বর গেইট, জিইসি মোড় এবং লালখান বাজার ইস্পাহানী মোড় এবং বায়েজিদ বোস্তামী সড়কের টেক্সটাইল,শেরশাহ কলোনী এবং পলিটেকনিক্যাল মোড়।
ওইসব এলাকা হয়ে চলাচলকারী নগরবাসীরা জানান, ব্যস্ত সড়কে ফুটওভার ব্রিজ না থাকায় প্রায়শ পথচারিরা যানবাহনের সাথে ধাক্কা খেয়ে আহত হন।
তারা বলেন, ফুটওভার ব্রিজ থাকায় মুরাদপুর মোড়ে লোকজন সুশৃংখলভাবে চলাচল করে এবং তাতে মূল সড়কে যানচলাচলে বিঘ্নও ঘটে না।
বিএনএ নিউজ ২৪, জিএন