আদালত প্রতিবেদক: আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী অসীম কুমার মিস্ত্রির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অসীমকে ঢাকা মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে হাজির করা হয়।এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন তার তিন দিনের রিমান্ড আবেদন করেন।শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে,তার বিরুদ্ধে ২০ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক হিসাবে অর্থ পাচারের অভিযোগে সোমবার (০৮ ফেব্রুয়ারি) মামলা করে দুর্নীতি দমন কমিশন। একই মামলায় আরও ৫ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার তাপসী রাণী সিকদার ও স্বপন কুমার মিস্ত্রি। মামলা করার পরই তাকে গ্রফতার করেন দুদকের তদন্ত কর্মকর্তা। মামলায় প্রধান আসামি করা হয় সুকুমার মৃধাকে। অভিযোগে বলা হয়, আসামিরা অবৈধ সম্পদ অর্জন ও তা দখলে রেখে বিভিন্ন সময় হস্তান্তর রুপান্তর করেন।মামলায় তাদের সবাইকে পিকে হালদারের সহযোগী হিসাবে দেখানো হয়েছে। উল্লেখ্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে ৩ হাজার ৫০০ কোটি টাকা সরিয়েছেন পিকে হালদার।তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন।তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা রয়েছে। বিএনএ নিউজ