বিএনএ,চট্টগ্রাম: মিরসরাইয়ে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে পাঁচ বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা ।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের সিদ্দীক ডাক্তারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুন লাগে এবং এতে ৫টি বসতঘর পুড়ে গেছে। ঘটনাস্থল গ্রামের বেশি ভেতরে হওয়ায় যেতে কিছুটা দেরি হয়েছে। এরপরেও আমরা অনেকগুলো ঘর রক্ষা করতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।
বিএনএনিউজ/রেহানা, ওজি /এইচমুন্নী