23 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে স্বর্ণের দোকান ও ব্যাংক ডাকাতি

মিরসরাইয়ে স্বর্ণের দোকান ও ব্যাংক ডাকাতি


বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে একটি স্বর্ণের দোকান ও এজেন্ট ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ব্র্যাক এজেন্ট ব্যাংকের লকার ভেঙ্গে নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে দেড় ভরি স্বর্ণ ও ৭০ ভরি রৌপ্যসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার মালামাল নিয়ে যায়‌।

সোমবার( ৯ জানুয়ারি) ভোর ৪ টার দিকে উপজেলার সাধু বাজারে এই ডাকাতির ঘটনা ঘটে।

ব্রাক এজেন্ট ব্যাংকের পরিচালক হাসান সাইফুদ্দিন জানান, তার প্রতিষ্ঠানের এটিএম বুথের তালা ভেঙ্গে লকার থেকে নগদ দুই লক্ষ টাকা লুট করে নিয়ে যায় ছয় থেকে সাত জনের ডাকাত দলের সদস্যরা । এ সময় ডাকাতরা ব্যাংকের সিসিটিভির ক্যামেরা ভাংচুর করে ও সার্ভার নিয়ে যায়।

পুতুল শিল্পালয়ের মালিক জগবন্ধু জানান, তার স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে দেড় ভরি স্বর্ণ ও ৭০ ভরি রৌপ্যসহ ২ লাখ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ডাকাতির কথা শুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাজারে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এছাড়া এটাকে ডাকাতি বলা যাবে না। এটি চুরির ঘটনা।  তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএ/ আশরাফ উদ্দিন, ওজি

Loading


শিরোনাম বিএনএ