বিএনএ, ঢাকা: রাজধানীর একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হাসেম মিয়াকে(৬৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ জানুয়ারি) সকালের দিকে তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার জুয়েল ইন্ডাস্ট্রিজের ভেতর এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নিহতের সহকর্মী ঝন্টু মিয়া বলেন, সকালে গিয়ে আমি হাসেম মিয়ার রুমে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
বিএনএ/ আজিজুল, ওজি