28 C
আবহাওয়া
৬:৪১ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

কুয়াশা

বিএনএ ডেস্ক: শৈতপ্রবাহ চলছে উত্তরের জেলা পঞ্চগড়ে। হিমেলে বাতাস আর ঘন কুয়াশায় জবুথবু প্রকৃতি। বিরাজ করছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। কনকনে শীতে চরম বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার (৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে, যা দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

এ ছাড়া চুয়াডাঙ্গা জেলাসহ রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে- উল্লেখ করে তা অব্যাহত থাকতে পারে বলেও উল্লেখ করা হয়েছে পূর্বাভাসে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ