28 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ৩ বছর পর মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

৩ বছর পর মুক্তি পেলেন সৌদি রাজকুমারী

রাজকুমারি

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: কারাগারে প্রায় তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ (৫৭) ও তার মেয়ে সুহোউদ। মানবাধিকার বিষয়ক সংস্থা এএলকিইএসটি শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, মেয়েসহ রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়েছিল।

২০১৯ সালের মার্চে সুইজারল্যান্ডে চিকিৎসা করাতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছিল। ২০২০ সালের এপ্রিলে তিনি কিং সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কারামুক্তির আবেদন জানান। গত তিন বছরে তাকে রাজধানী রিয়াদের আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারের রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়।

টুইটারে এক পোস্টে এএলকিইএসটি জানায়, রাজকুমারী ও তার মেয়েকে মুক্তি দেওয়া হয়েছে। অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল।

বন্দী রাখার পুরো সময়ের মধ্যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এদিকে বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কাছে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ