21 C
আবহাওয়া
৮:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু

ঝিনাইদহে ট্রাক-নসিমন সংঘর্ষে নিহত-৫

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় সফিউল আলম নামে ৫৫ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সফিউল আলম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দোয়াজি পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ী ধাক্কা দিলে গুরুতর আহত হন সফিউল। পরে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ