ঢাকা : ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সমাজে বিদ্যমান ভূমি বিরোধ নিষ্পত্তিকরণ, সামাজিক ভারসাম্য ও প্রাকৃতিক পরিবেশ-প্রতিবেশ রক্ষায় ডিজিটাল ভূমি জরিপ অপরিহার্য। সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) এর মাধ্যমে ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে ভূমি মালিকানা স্বত্বের নিরাপত্তা নিশ্চিত হবে। এ কর্মসূচি সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের সুষ্ঠু পেশাগত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে।
উপদেষ্টা রবিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও ভূমি ভবন মিলনায়তনে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর (ডিএলআরএস) কর্তৃক আয়োজিত ৫১ দিন ব্যাপী ১৩৬তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডিএলআরএস মহাপরিচালক মহ. মনিরুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহেমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরী ও ডিএলআরএস পরিচালক মোঃ মোমিনুর রশীদ। এ কোর্সে বিসিএস (প্রশাসন), পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৬৮ জন কর্মকর্তা অংশ নেন।
ভূমি উপদেষ্টা বলেন, দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হলে ভূমি বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কাজে আন্তরিক ও ন্যায়নিষ্ঠ হতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের আলোকে ভূমি ব্যবস্থাপনা জনবান্ধব হিসেবে গড়ে উঠবে বলে আশাব্যক্ত করেন তিনি।
পরে ভূমি উপদেষ্টা ও ভূমি সচিব বিসিএস ক্যাডারের সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিএনএনিউজ২৪,এসজিএন