15 C
আবহাওয়া
১১:০১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১২, ২০২৪
Bnanews24.com
Home » ঢাবির মাঠের পাশে নবজাতকের মরদেহ

ঢাবির মাঠের পাশে নবজাতকের মরদেহ


বিএনএ , ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে অজ্ঞাত এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (৮ ডিসেম্বর)বিকেল সাড়ে তিনটার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ ফরিদ আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঢাবির শারীরিক শিক্ষা মাঠের ভেতরে ওয়ালের পাশ থেকে ময়লা কাপড় ও পলিথিন ব্যাগের মধ্যে মোড়ানো একটি বাজারের ব্যাগের ভিতর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান,আমাদের ধারণা কে বা কাহারা ওই মেয়ে নবজাতককে বাজারের ব্যাগে করে সবার অজান্তে ফেলে রেখে যায় । বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে।এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

বিএনএ/আজিজুল, ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ