বিএনএ, চট্টগ্রাম: পতেঙ্গার বিজয়নগর এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম নাসিমা আক্তার। তার স্বামী মো. নাসির। তারা বিজয়নগরের স্থানীয় বাসিন্দা।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, কী কারণে, কীভাবে ওই মহিলাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে । মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিএনএনিউজ/ আরএস/শাম্মী