32 C
আবহাওয়া
৫:৩৩ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনা নিহত

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ৬ সেনা নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার থল জেলায় ফ্রন্টিয়ার কর্পসের একটি তল্লাশি চৌকিতে সশস্ত্র হামলায় ছয়জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ হামলায় আরও সাতজন আহত হয়েছেন। গত শুক্র ( ৬  ডিসেম্বর) ও শনিবার ( ৭ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানায়, খাইবার পাখতুনখোয়ার থল জেলায় ‘সন্ত্রাসীদের’ একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় সেনাবাহিনী। সংঘর্ষে তিন ‘সন্ত্রাসী’ নিহত হয়। তবে তীব্র গোলাগুলির সময় ছয়জন সেনা নিহত হয়েছেন।

ত্যাংক জেলার গুল ইমাম এলাকায় সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নয়  ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। ওই অভিযানে আরও ছয়জন আহত হয়েছে।

এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় অন্য একটি অভিযানে ১০ জন ‘সন্ত্রাসী’কে সফলভাবে নির্মূল করা হয়েছে বলে জানায় আইএসপিআর। ‘সন্ত্রাসী’দের অবশিষ্ট উপস্থিতি নির্মূল করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অঙ্গীকারবদ্ধ। আমাদের সাহসী সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্প আরও দৃঢ় করে।

পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পৃথক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সফলতা ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ