30 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে মা মেয়ের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ঠে মা মেয়ের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ঠে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শ্যামল (১৩) নামে আরেক ছেলে।বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ৯ টার দিকে কামারগাঁও ইউনিয়নের ভেরুয়া গ্রামে এই ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার দিনেশের স্ত্রী অঞ্জলী রানী (৪৬) ও তার মেয়ে লক্ষী রানী (২১)। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দিনেশের ছেলে শ্যামল রাত ৯ টার দিকে বাড়ির উঠানে টিউবওয়েলে হাতমুখ ধোয়ার জন্য যায়। সেখানে গিয়ে টিউবঅয়েল ঘেরা টিনের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেয় শ্যামল। চিৎকার শুনে শ্যামলের মা অঞ্জলী রানী দৌড়ে তার ছেলেকে বাঁচাতে তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এমন সময় অঞ্জলী রানীর বড় মেয়ে লক্ষী রানীও তাকে বাঁচাতে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ঠে মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ছেলে শ্যামল। পরে স্থানীয়রা শ্যামলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ