26 C
আবহাওয়া
৮:০৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামের ওসিরা চট্টগ্রামেই

চট্টগ্রামের ওসিরা চট্টগ্রামেই


বিএনএ, চট্টগ্রাম : ঢাকা মহানগরের মতো চট্টগ্রাম নগর পুলিশের বদলি হওয়া ওসিদেরও বাইরে পদায়ন করা হয়নি। একইচিত্র বন্দর নগরের বাইরের ছয় থানাতেও।

বদলি আদেশে চট্টগ্রাম নগর পুলিশের চকবাজার থানার ওসি মনজুর কাদের মজুমদারকে বন্দর থানায়, সদরঘাট থানার ওসি গোলাম রব্বানীকে আকবর শাহ থানায়, বায়েজিদ বোস্তামির মোহাম্মদ ফেরদৌস জাহানকে সদরঘাট থানায়, আকবর শাহ থানার ওসি মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবরকে চকবাজার থানায় এবং বন্দর থানার সঞ্জয় কুমার সিনহাকে বায়েজিদ বোস্তামি থানায় বদলি করা হয়েছে।

নগরীর বাইরে চট্টগ্রামের ছয় থানার ওসিও বদলি হয়েছে। তার মধ্যে চট্টগ্রাম জেলার রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুনকে জোরারগঞ্জ থানায়, জোরারগঞ্জের ওসি জাহিদ হোসেনকে রাউজান থানায়, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিনকে সীতাকুণ্ড থানায় বদলি করে, সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদকে বাঁশখালী থানায় বদলি করা হয়েছে।

এছাড়া মীরসরাই থানার ওসি কবির হোসেনকে সন্দ্বীপ থানায় এবং সন্দ্বীপ থানার ওসি সহিদুল ইসলামকে মীরসরাইয়ে বদলি করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ