29 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে দোকান থেকে টিসিবি পণ্য জব্দ

রাঙামাটিতে দোকান থেকে টিসিবি পণ্য জব্দ

রাঙামাটিতে দোকান থেকে টিসিবি পণ্য জব্দ

বিএনএ, রাঙামাটি: রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকায় অভিযান চালিয়ে মের্সাস হাসান ট্রেডার্স নামে এক দোকান থেকে টিসিবি’র পণ্য জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  এ ঘটনায় দোকানের মালিককে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
টিসিবি পণ্য জব্দ

জানা গেছে, অবৈধভাবে টিসিবির পণ্য ক্রয় করে মজুদ করতেছেন কাঁঠালতলীর মের্সাস হাসান ট্রেডার্সের মালিক মো. বশির আহমেদ (৫০)।  এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার তার দোকানে গুদামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।  অভিযানে গিয়ে দোকান থেকে ১৮০ লিটার সয়াবিন তেল ও ৮৬ কেজি মসুর ডাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে টিসিবির পণ্য মজুদ করে বিক্রি করায় একজনকে ২৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।  সাধারণ মানুষকে বঞ্চিত করে যারা এমন কর্মকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিএনএ/কাইমুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ