বিএনএ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup Qatar 2022) সেমি ফাইনালে যেতে লড়বে ৮ দল। এর মধ্যে আছে-ইউরোপের ৫টি, ল্যাতিন আমেরিকার ২টি ও আফ্রিকার একটি দেশ।
শুক্রবার (৯ ডিসেম্বর) শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের ম্যাচ। প্রথম ম্যাচে ইউরোপের দল ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ল্যাতিন আমেরিকার নেইমারের দেশ ব্রাজিল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
এর ঠিক চার ঘণ্টা পর শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোপের আরেক দেশ নেদারল্যান্ডের মুখোমুখি হবে ল্যাতিন আমেরিকার মেসির আর্জেন্টিনা। কাতারের (FIFA World Cup Qatar 2022) সবচেয়ে বড় লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ। একই রাতে ফুটবলের দুই পরাশক্তির মুখোমুখি হবে ইউরোপের দুই দেশ।
আরও পড়ুন-ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়
১০ ডিসেম্বর তৃতীয় কোয়ার্টার ফাইনালে আফ্রিকার দেশ মরক্কোর (Morocco National Football Team) বিপক্ষে লড়বে ইউরোপের দেশ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
চার ঘণ্টার পর ১১ ডিসেম্বের (রোববার) শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও ইংল্যান্ড। সেখানে ব্রিটিশদের চেয়ে খানিকটা এগিয়ে গত বিশ্বকাপ জয়ী ফ্রান্স। কাতারের আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই দল।
কোয়ার্টার ফাইনাল (ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২)
ক্রোয়েশিয়া-ব্রাজিল: ৯ ডিসেম্বর রাত ৯টা
নেদারল্যান্ড-আর্জেন্টিনা: ১০ ডিসেম্বর রাত ১টা
মরক্কো-পর্তুগাল: ১০ ডিসেম্বর রাত ৯টা
ইংল্যান্ড-ফ্রান্স: ১১ ডিসেম্বর রাত ১টা
(FIFA World Cup Qatar 2022)
বিএনএ/এ আর