বিএনএ, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল মুক্ত দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করেছে বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়। বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমানের তানিমের সঞ্চালনায় সাবেক সভাপতি-সম্পাদক এবং বর্তমান সভাপতি মো. রাইসুল ইসলাম রাসেলসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে রাখতে মোমবাতি দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কন এবং এক মিনিটের নিরবতা কর্মসূচি পালন করেন।
এছাড়াও মহান মুক্তিযুদ্ধ ও বরিশালকে মুক্ত করার পেছনে অবদান রাখা শহীদদের আত্মত্যাগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তানিম তার বক্তব্যে বলেন ‘আজ ৮ ডিসেম্বর আমাদের বৃহত্তর বরিশাল মুক্ত দিবস।১৯৭১ সালের এই দিনে বরিশালের বিভিন্ন জায়গা হানাদার মুক্ত হয়েছে। আজকের এই দিনের জন্য অনেক মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন এবং ৩০ লাখ শহীদ তাদের রক্তের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূখণ্ড দিয়ে গেছেন ।’
বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাইসুল ইসলাম রাশেল তার বক্তব্যে বলেন, আমরা একটু চিন্তা করলে জানতে পারি যে ৮ ডিসেম্বরের ২৪ ঘণ্টা আগেও বরিশাল অঞ্চলটা বিপর্যয়কর পরিস্থিতিতে ছিল। বরিশালের জনগণ জানত না যে তারা ৮ ডিসেম্বর পাক-হানাদার থেকে মুক্তি পাবে। কারণ যুদ্ধ অবিরত চলতেই আছে। কিন্তু আজ আমরা হয়ত ১৯৭১ সালের ৮ ডিসেম্বরের অনন্দটা পাবো না, পাবো শুধু অনুভূতি এবং সেই দিনের বিষাদ ও বেদনাবিধুর কিছু কাহিনি।
উল্লেখ, ১৯৭১ সালের এইদিনে দখলদার পাক বাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে বরিশাল শহর থেকে ডেরা গুঁটিয়ে পালিয়ে যায়। মুক্ত হয় বরিশাল।
বিএনএ/ হাবিবুর, এমএফ