32 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

বিএনএ বিশ্ব ডেস্ক: ভারতে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। বুধবার (৮ ডিসেম্বর) দেশটির তামিলনাড়ুর কুন্নুরে দুর্গম পাহাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ওই হেলিকপ্টারে ভারতের  চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং সামরিক কর্মকর্তাসহ মোট ১৪ জন আরোহী ছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের মধ্যে সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারটি ভেঙে পড়ে। আবহাওয়া খারাপ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলেও ধারণা করা হচ্ছে।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনায় হেলিকপ্টারটির পাঁচ আরোহী মারা গেছেন। তবে কে কে মারা গেছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস , ভারতের সর্বোচ্চ সেনা কর্মকর্তা (চিফ অব ডিফেন্স স্টাফ) বিপিন রাওয়াত ও বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সস্ত্রীক নিউজিল্যান্ডের ওয়েলিংটনে যাচ্ছিলেন। গন্তব্য সেখানকার একটি ডিফেন্স কলেজ। হেলিকপ্টারে মোট ১৪ জন ছিলেন। সুলুরে ভারতীয় বায়ুসেনার এয়ারবেস থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল। ৫০ কিমি পথ অতিক্রম করতে মোটামুটি ২০ মিনিট লাগার কথা ছিল। তবে মাঝপথেই ভেঙে পড়ে হেলিকপ্টারটি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ