21 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » সাকিবের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

সাকিবের ব্যাটে তাকিয়ে বাংলাদেশ

সাকিব

বিএনএ স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে ফলোঅনের শঙ্কায় বাংলাদেশ। বুধবার পঞ্চম দিনে বাংলাদেশকে প্রথম ইনিংসে ফলোঅন এড়াতে করতে হবে আরো ২৫ রান। পাকিস্তান ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে। মাত্র ২৬ ওভারের খেলায় ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৭৬। ৭০ মিনিটে চূর্ণ বিচূর্ণ বাংলাদেশের টপ ও মিডল অর্ডার।

শুধু ফলোঅন কেন, বৃষ্টিবিঘ্নিত টেস্টটি এখন হাতছাড়ার শঙ্কায় বাংলাদেশ। ২২৪ রানে এখনও পিছিয়ে স্বাগতিকরা। পাকিস্তানের বোলাররা যেভাবে দাপট দেখাচ্ছে তাতে তাদের পাল্লাই ভারি। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্তরা যেভাবে নিজেদের উইকেট আত্মাহুতি দিয়েছেন তাতে তাদের নিবেদন নিয়ে বিরাট প্রশ্ন উঠেছে। মিরপুরে টেস্ট খেলতে নেমেছেন নাকি টি-টোয়েন্টি, সেই গোলকধাঁধায় আটকে বাংলাদেশ।

সাকিবই এখন বাংলাদেশের আশা ভরসা। ৩২ বলে ৩ বাউন্ডারিতে ২৩ রান নিয়ে দিন শুরু করবেন। তার সঙ্গী তাইজুল ইসলাম। এরপর ব্যাটিংয়ে আসবেন খালেদ ও ইবাদত। এরকম পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর রেকর্ড নেই বললেই চলে। মিরপুরে আজ কি নতুন কিছুর দেখা মিলবে নাকি হারের বৃত্তে ঘুরপাক খাবে বাংলাদেশ? উত্তরটা জানতে বেশি সময় অপেক্ষা করতে হবে না।

চারদিন গুমোট আবহওয়ায় টেস্ট এগিয়েছে। আজ সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। ঝকঝকে দিনে বাংলাদেশের ইনিংসটাও ঝলমলে হয় কিনা দেখার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ