31 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - মে ৪, ২০২৪
Bnanews24.com
Home » রিজার্ভ কমে ১৯.৫ বিলিয়ন ডলার

রিজার্ভ কমে ১৯.৫ বিলিয়ন ডলার

৩৩ বিলিয়নের ঘরে রিজার্ভ

বিএনএ, ঢাকা : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারে হয়েছে। বুধবার (৮ নভেম্বর) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে কিছু আমদানি বিল পরিশোধ করার পর রিজার্ভ এখন এ অবস্থায় দাঁড়িয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী সেপ্টেম্বরে প্রকৃত রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার রাখার কথা ছিল। আর আইএমএফের মতে দেশের নিট রিজার্ভ আরও কম। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংক আজ এসিইউর মাধ্যমে ১ দশমিক ১৭ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আইএমএফের ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল ৬ অনুযায়ী ১ নভেম্বর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ দশমিক ৬ বিলিয়ন ডলার।

তবে, ওই দিন বাংলাদেশে ব্যাংক গ্রস রিজার্ভ দেখিয়েছে ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

এ হিসাবে আজকের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ