24 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি 

দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি 

দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

বিএনএ ঢাকা: জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে  দেশব্যাপী দুই দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামি ১০ ও ১২ নভেম্বর জেলা, মহানগরে এই কর্মসূচি পালন করবে দলটি।

সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সে সময় তিনি আরও বলেন, জ্বালানি তেল এবং বাস ভাড়া বৃদ্ধি বর্তমান সরকারের পাতানো খেলা। আগে যখন আন্তর্জাতিক বাজারে কম ছিলো তখন তারা দাম কমায়নি। দেশে আরও ছয় মাস জ্বালানি তেলের দাম না বাড়িয়ে চলা যেত। কিন্তু তারা তা চিন্তাই করেনি। কারণ, বর্তমান সরকারের চরিত্রই হচ্ছে লুট করা। তারা জনগণের কথা চিন্তা করেনি। এই মূল্যবৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, দেশে দারিদ্র্য বাড়লেও সরকারের কোনো খেয়াল নেই। তারা উন্নয়ন দিচ্ছে। সেই উন্নয়নের পিলার, উড়ালসেতু দেখা যায়। কিন্তু সাধারণ মানুষের কী হচ্ছে? তারা গরিব থেকে গরিব হচ্ছে। দারিদ্র্যের কারণে সন্তানসহ পরিবারের আত্মহত্যা বেড়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ