কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন, যার মরদেহ পরে বিএসএফ ভারতে নিয়ে যায়। এই ঘটনা ঘটে সোমবার(৮ অক্টোবর ২০২৪) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে।
নিহত ব্যক্তির নাম কামাল হোসেন, তিনি সদর দক্ষিণ উপজেলার কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল অবৈধভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ নিয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ ব্যাটালিয়নের কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফর সাথে আলোচনা চলছে।
নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে ভারতীয় সীমান্তের ২৫ গজ ভেতরে গিয়েছিলেন বলে কামাল হোসেনকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করেছে।
বিএনএ, এসজিএন